সংশোধন মূলক উদারবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। উদারবাদ ও নয়া উদারবাদ
সংশোধন মূলক উদারবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর
‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’ অনুযায়ী উদারনীতিবাদ হল সেই ধারণা, যা সরকারের কার্যপদ্ধতি ও নীতি হিসেবে, সমাজ গঠনের নীতি হিসেবে এবং ব্যক্তি ও সমাজের একটি জীবনাদর্শ রূপে স্বাধীনতাকে গ্রহণ করে। হবসহাউস-এর মতে উদারনীতিবাদ হল ব্যক্তির আত্মপরিচালনার ক্ষমতার উপর ভিত্তি করে সমাজ গঠনের বিশ্বাস। সারতোরির ব্যাখ্যায় ব্যক্তি স্বাধীনতা, আইনগত সংরক্ষণ এবং সাংবিধানিক রাষ্ট্রের তত্ত্ব ও অনুশীলনকে উদারনীতিবাদ বলা হয়। সাধারণভাবে এককথায় উদারনীতিবাদ হল যে কোনো ধরণের কর্তৃত্বের নীতির বিরুদ্ধে স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করা। এই মতবাদের মূল কথা ব্যক্তি ও তার স্বাধীনতা।
সংশোধন মূলক উদারবাদ
সমাজতন্ত্রীদের অগ্রসর উদারবাদের সংশোধন বা রূপ পরিবর্তনের পথ ত্বরান্বিত করে। সমাজতন্ত্রীরা জনগণের নিকট উদারবাদের সংকটের সত্যতা প্রমাণ করে। এরূপ অবস্থায় উদারনীতিবাদীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জনকল্যাণমুখী আদর্শের কথা প্রচারের সাথে সাথে সমাজতান্ত্রিক নীতিও গ্রহণ করেন, যা সংশোধনমূলক উদারবাদ নামে পরিচিত।
সংশোধন মূলক উদারবাদের বৈশিষ্ট্য গুলি
এর মূল্য বৈশিষ্ট্যগুলি হল –
- প্রথমত, সংশোধনমূলক উদারবাদীরা রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর অধিক গুরুত্ব আরোপ করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণকে সকল ক্ষমতার উৎস বলে এরা মেনে নেয়।
- দ্বিতীয়ত, সংশোধনমূলক উদারনীতিবাদীরা অর্থনৈতিক বা অন্যান্য অধিকারের সাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টার তুলনায় নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারকে সাম্য স্বীকৃতি প্রদানে অধিক উৎসাহী।
- তৃতীয়ত, এরূপ উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকারের উপর কিছু বাধা নিষেধ আরোপে আগ্রহী হলেও বিলোপ সাধনের পক্ষপাতী নয়।
- চতুর্থত, এরূপ উদারবাদে আইনসভাকে সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষার একক হাতিয়ারে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের কথা বলা হয়।
- পঞ্চমত, সংশোধনমূলক উদারবাদীরা সংবিধানের মাধ্যমে সরকারের নির্বাচন জনগণের হাতে অর্পণ করে শান্তিপূর্ণ পথে সরকারের পরিবর্তন চায়।
- ষষ্ঠত, সংশোধনমূলক উদারবাদীরা জনগণের বিভিন্ন আশা আকাঙ্খাকে তুলে ধরতে বহুদলীয় ব্যবস্থায় আস্থাশীল। সরকার পক্ষের সমালোচক ও জনগণকে রাজনৈতিক সচেতন করার ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা স্বীকার করে।
- সপ্তমত, এরূপ মতবাদীরা সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা হিসেবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যাবতীয় ক্ষমতা নিরপেক্ষ আদালতের হাতে অর্পণের পক্ষপাতী।
- অষ্টমত, সংশোধনমূলক উদারনীতিবাদীরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, নির্বিশেষে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কথা বলে।
সংশোধন মূলক উদারবাদের মূল্যায়ন
সর্বোপরি বলা যায় সংশোধনমূলক উদারনীতিবাদীরা জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেন। এরূপ উদারনীতিবাদীরা একদিকে যেমন ফ্যাসিবাদী বা নাৎসীবাদী অগণতান্ত্রিক চরমপন্থী কার্যকলাপের বিরোধী অন্যদিকে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উৎপাদনের উপাদানের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, শ্রেণীহীন, শোষণহীন, এমনকি রাষ্ট্রহীন সমাজ গঠনের মতামতকেও বিরোধিতা করে উভয়ের সংমিশ্রিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠা করে।